
সিবিসি নিউজ ডেস্ক :
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে চার শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর খবরে সবাই যখন শোকস্তব্ধ, তার মধ্যেই মিললো আরও এক চাঞ্চল্যকর খবর। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরের এ হামলায় গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’আলিস নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে, হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।