
স্টাফ করেসপনডেন্ট, সিবিসি নিউজ :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে
এক কোটি ৩৮ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেছে।
গত ১৭ মার্চ রাতে উখিয়ায় পৃথক এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।
তিনি জানান, ১৭ মার্চ রাত ৮ টায় উখিয়ার বালুখালি ক্যাম্প এলাকা হতে টমটমে করে পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক হন রুহুল আমিনকে। পাচারে জড়িত টমটমও জব্দ করা হয়েছে।
একই সময়ে উখিয়া এলাকায় অপর একটি অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক করা হয়েছে। আটকরা হলেন, সামছু আলম (৩২) ও আব্দুস ছবির (২৫)। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, আটক ইয়াবার মুল্য এক কোটি ৩৮ লাখ টাকা। এঘটনায় উখিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচারে জড়িত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।