০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

টেকনাফের সাবরাংয়ে দরজা ভেঙে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে বাড়ীর দরজা ভেঙ্গে আব্দুল গফুর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তি হল, টেকনাফ সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার বাসিন্দার শেখ আহম্মদের ছেলে আব্দুল গফুর (২৭)।

শুক্রবার ১৮ই এপ্রিল রাত ৮ টায় টেকনাফের সাবরাং পুরান বাজার নিজ বাড়িতে তাঁর
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন ।

সাবরাং ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, রাত ৮ টায় টেকনাফের সাবরাং পুরান পাড়া এলাকার বাসিন্দার আব্দুল গফুর তার নিজ বাড়ি থেকে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আব্দুল গফুরের ছোট ভাই আব্দুল কুদ্দুস বলেন, আমার ভাইকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। বাড়িতে খোঁজাখুঁজি করা হলে বাড়ির দুই পাশের দরজা ভেতর থেকে লক দেওয়া। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য সহ বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ডুকে দেখা যায় গফুরের মরদেহ খাটের উপর পড়ে আছে।

তিনি আরও বলেন, ভাইয়ের স্ত্রীকে গত কয়েকদিন আগে বাপের বাড়িতে রেখে আসে। স্ত্রীর সাথে কয়েকদিন ফোনে যোগাযোগও হয়নি। কেন, কিভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াসউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে চেস্টা চলছে।

 

জনপ্রিয়

কক্সবাজার সৈকতে ভ্রাম্যমান হকারদের উৎপাতে অতিষ্ঠ পর্যটকরা

টেকনাফের সাবরাংয়ে দরজা ভেঙে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

০৬:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

স্টাফ রিপোর্টার, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে বাড়ীর দরজা ভেঙ্গে আব্দুল গফুর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তি হল, টেকনাফ সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার বাসিন্দার শেখ আহম্মদের ছেলে আব্দুল গফুর (২৭)।

শুক্রবার ১৮ই এপ্রিল রাত ৮ টায় টেকনাফের সাবরাং পুরান বাজার নিজ বাড়িতে তাঁর
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন ।

সাবরাং ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, রাত ৮ টায় টেকনাফের সাবরাং পুরান পাড়া এলাকার বাসিন্দার আব্দুল গফুর তার নিজ বাড়ি থেকে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আব্দুল গফুরের ছোট ভাই আব্দুল কুদ্দুস বলেন, আমার ভাইকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। বাড়িতে খোঁজাখুঁজি করা হলে বাড়ির দুই পাশের দরজা ভেতর থেকে লক দেওয়া। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য সহ বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ডুকে দেখা যায় গফুরের মরদেহ খাটের উপর পড়ে আছে।

তিনি আরও বলেন, ভাইয়ের স্ত্রীকে গত কয়েকদিন আগে বাপের বাড়িতে রেখে আসে। স্ত্রীর সাথে কয়েকদিন ফোনে যোগাযোগও হয়নি। কেন, কিভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াসউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে চেস্টা চলছে।