
আমান উল্লাহ আনোয়ার, স্টাফ রিপোর্টার।।
কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় চয়মং চাকমার মেয়ে, লাচু চাকমা (২৮) নামে এক উপজাতি মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক কে আটক করেছে স্থানীয়রা। রবিবার ২০শে এপ্রিল সকাল আনুমানিক সাড়ে সাত টার দিকে এই ঘটনা ঘটে।
জানাযায়, রোহিঙ্গা যুবক ১১নং ক্যাম্পের – ডি ব্লগের সুলতান আহমদের ছেলে সৈয়দুল ইসলাম।লাচু চাকমা চিৎকার করে কোনো ভাবে জীবন বাঁচানোর চেষ্টা করেছে বলে জানাতে পারি। লাচু চাকমা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের তেলখোলা এলাকার চয়মং চাকমার মেয়ে।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের তেলখোলা নামক এলাকায় এক আদিবাসী নারী জুম পাহাড়ে যাওয়ার সময় রোহিঙ্গা রোহিঙ্গা সুলতান আহমদের ছেলে সৈয়দুল ইসলাম জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি জোরে চিৎকার করে।
এসময় চিৎকার শোনে এলাবাসী এগিয়ে আসলে রোহিঙ্গা যুবক পালিয়ে যাওয়ার সময় পরবর্তীতে এলাকার যুবসমাজ তাকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করে।
এবিষয়ে উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, আসামি থানা হেফাজতে রয়েছে, মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।