
স্টাফ করেসপনডেন্ট, চকরিয়া।।
চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কের প্রধান গেইটের দায়িত্বে থাকা মো:ইব্রাহীম নামে পার্ক কর্মকর্তার বিরুদ্ধে দর্শনার্থীদের সাথে অশ্লীল আচরণ ও শিশুদের কাছথেকে খারাপ আচরণ করে নগদ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
এসব শিশুদের বয়স ৫ থেকে ৭ বছরের ভিতর। সম্প্রতি ডুলাহাজারা সাফারি পার্কে এ দৃশ্য পরিলক্ষিত হয়।
ঈদের টানা ছুটিতে ডুলাহাজারা সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে।পার্কে প্রবেশে জনপ্রতি টিকেটের মূল্য নেওয়া হচ্ছে ১০০ টাকা।সরকারি নিয়ম অনুযায়ী পার্কে ৫,৭ বছরের শিশুদের বিনামূল্যে প্রবেশে সিদ্ধান্ত থাকলেও কিন্তু ডুলাহাজারা সাফারি পার্কের প্রধান গেইটে দায়িত্ব থাকা মো:ইব্রাহীম সরকারি সিদ্ধান্ত না মেনে শিশুদের কাছথেকে জোরপূর্বক আদায় করছে টাকা।
উপজেলার হারবাং থেকে বদিউল আলম নামে এক পর্যটক জানান-তিনি স্ত্রী-সন্তান এবং তার ৬ বছরের সন্তান নিয়ে ঈদে সাফারি পার্কে বেড়াতে এসেছে।পার্কের নির্ধারিত কাউন্টার থেকে তারা স্বামী-স্ত্রীর জন্য দুইশত টাকায় দুটি টিকেট ক্রয় করেন।ওই টিকেট নিয়ে তাদের পার্কে প্রবেশের অনুমতি দিলেও সাথে থাকা সন্তানকে প্রবেশের অনুমতি দেয়নি দায়িত্বে থাকা কর্মকর্তা ইব্রাহিম।পরে খারাপ আচরণ পূর্বক ধমক দিয়ে টিকেটের কথা বলে ১০০ টাকা নগদ অর্থ আদায় করেন।
অভিযোগ আছে সারা বছর দর্শনার্থীদের সাথে অশ্লীল আচরণ ও শিশুদের কাছথেকে এই কর্মকর্তা জোরপূর্বক টাকা আদায় করেন।
সচেতন মহল বলছেন,পর্যটকদের সাথে খারাপ আচরণ,অভিভাবকের সামনে শিশুদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় এভাবে চলতে থাকলে দিন দিন ডুলাহাজারা সাফারি পার্কে দর্শনার্থীদের উপস্থিতি
হ্রাস পাবে।দ্রুত বিতর্কিত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হোক।এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া সাফারি পার্কের ইনচার্জ মনজুরুল আলম জানান-অভিযোগ পেয়েছি বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।