
সিবিসি নিউজ রিপোর্ট ।।
কক্সবাজারে পৃথক ঘটনায় ৩জন নিহত হয়েছে। ১৪ই এপ্রিল মহেশখালী, চকরিয়া ও টেকনাফে এঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্র জানিয়েছেন, সোমবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় রাজনৈতিক তর্কের জেরে ছাত্রলীগের কর্মির লাঠির আঘাতে বিএনপির স্থানীয় এক কর্মি নিহত হয়েছে। মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুর রশিদ (৪৫) একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি বিএনপির কালারমারছড়া ইউনিয়ন কমিটির সদস্য।
অভিযুক্ত অমিত ইকবাল (২২) ছাত্রলীগের কালারমারছড়া ইউনিয়ন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক।
ঘটনায় আটকরা হল, অমিত ইকবালের ভাই মো. কামরুল ও হেলাল উদ্দিন।
এদিকে, ১৪ই এপ্রিল দুপুর পৌনে ১২টার দিকে টেকনাফের হ্নীলা উলুচামরী মরহুম মৌলভী কেফাযেত উল্লাহ পাহাড়ে গলিত বস্তাবন্দি একটি মৃত দেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে জানানো হলে, দুপুরে
বস্তাবন্দি একটি মৃত দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত ১০/১২দিন আগে টমটমসহ নিখোঁজ হওয়া হ্নীলা হামজার ছড়ার মৃত ছৈয়দ হোছন বৈদ্যের ছেলে মাহবুর রহমান (১৯) মরদেহ বলে নিশ্চিত করেন পুলিশ। তবে, টমটমটির সন্ধান মিলেনি।
অপরদিকে, চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর ৯নং ওয়ার্ডে হাতির আক্রমণে আব্দুল করিম নামের এ ব্যক্তি নিহত হয়েছে। এরআগে তিনি হাতির আক্রমণে গুরুতর আহত হলে তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবার।
নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।