
স্টাফ রিপোর্টার, সিবিসি নিউজ।।
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের পাশে নির্মাণাধীন ভবনের জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১ টায় মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কোনার পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তবে উদ্ধার করা গ্রেনেডটি কোন দেশের তৈরী তা নিশ্চিত করতে পারেননি তিনি।

গিয়াস উদ্দিন বলেন, বুধবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের কোনার পাড়ায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের খোলা জায়গায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে স্থানীয় জনৈক ব্যক্তি পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেছে।
“ ঘটনাস্থলে পুলিশ হ্যান্ড গ্রেনেডটি নিরাপত্তা বেষ্টনী তৈরী করে ঘিরে রেখেছে। আর হ্যান্ড গ্রেনেড পাওয়ার বিষয়টি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। “
ওসি বলেন, সেনাবাহিনীর বিশেষ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার করা গ্রেনেডটি কারা, কিভাবে এনে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান মুহাম্মদ গিয়াস উদ্দিন।